AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে শ্রেণী কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখায়  পাঠদান ব্যাহত


Ekushey Sangbad
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৪:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
রায়গঞ্জে শ্রেণী কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখায়  পাঠদান ব্যাহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখায় শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে গত জাতীয় নির্বাচনের ইভিএম রাখায় পাঠদান করতে পারছেন না বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ক্লাস রুমে গত জাতীয় নির্বাচনে ব্যবহৃত ২ শত ৯ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখে উপজেলা প্রশাসন। এতে ঐ  বিদ্যালয়ে ৯ মাস ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে ক্লাস করছেন ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা। আর বিদ্যালয় রুমে ইভিএম রাখায় ঝুঁকির মধ্যে রয়েছে বিদ্যালয়ের শিক্ষকরাও। 

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান, সাদিয়া, জুথী, বিথী, তানিয়া, রাশিদা  জানান, আমরা দশম শ্রেণিতে ৮৫ জন শিক্ষার্থী ক্লাস করি। আমাদের ক্লাস রুমে ৯ মাস ধরে ইভিএম মেশিন রাখায় ক্লাস রুম ছোট হয়ে গেছে। এতে খুব কষ্টে করতে হচ্ছে ক্লাস। অতিরিক্ত ক্লাস রুম না থাকায় অল্প জায়গাতেই গাদাগাদি করে ক্লাস করছি। ক্লাস রুম থেকে ইভিএম মেশিন সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। 

ধানগড়া সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, নির্বাচন অফিসার ও উপজেলা প্রশাসনকে বার বার জানাইলে ইভিএম সড়ানোর কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। 

রায়গঞ্জ নির্বাচন অফিসার সুদীপ কুমার রায় জানান, আমি জেলা নির্বাচন অফিসারকে বার বার জানালেও ইভিএম সড়ানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির বলেন, নির্বাচন অফিসারের সাথে আলোচনা করে ইভিএম সরানোর ব্যবস্থা করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!