AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৫:২৮ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রাশাসন, বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। 

সকাল ৯টায় আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেলা ১১ টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মহাতাব আলী, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, রশিদুল ইসলাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিনসহ বিপুল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এই বিজয় মেলায় পিঠা উৎসব, নাগর দোলা, খাবার দোকান খেলনাসহ বিভিন্ন স্টল স্থান পায়। 

বাদ জোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির সমুহে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিজয় মেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!