ময়মনসিংহের নান্দাইলে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে এক আলোচনাসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাদ্রাসা মুয়াজ ইবনে জাবালে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,খারুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার, মাদ্রাসা মুয়াজ ইবনে জাবাল এর পরিচালক মুফতি শহিদুল্লাহ,তালতলা মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা অলিউল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় মুফতি ইব্রাহিম কাসেমী নান্দাইলে মাওলানা মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে গণসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
একুশে সংবাদ/এনএস