নাটোর লালপুরে রেল লাইন ভাঙ্গা দেখে লাল ওড়নার নিশানা উড়িয়ে ট্রেন থামিয়ে দেন নারীরা।
শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার আব্দলপুর-ঈশ্বরদী রেল পথের বিষ্ণপুর এলকায় রেল লাইন ভাঙ্গা দেখতে পেয়ে আজিমনগর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি লাল উড়না উড়িয়ে থামিয়ে দেন স্থানী নারীরা বলে জানা গেছে।
রেল লাইনে লাল ওড়না উড়ানো দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন। তবে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।
এবিষয়ে লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে পিডাব্লিউকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রুটিপুর্ন জায়গাটি মেরামত করে দিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :