AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে কৃষি কর্মকর্তার বদলি দাবী করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা


পীরগঞ্জে কৃষি কর্মকর্তার বদলি দাবী করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা প্রদানে সহায়তা করার অভিযোগ এনে উপজেলা কৃষি কর্মকর্তার বদলি দাবী করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা

তাদের অভিযোগ, পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগমের স্বামী ও স্বেচ্ছা সেবকলীগের নেতা আতিকুল ইসলাম কাজল শিক্ষার্থী-জনতাকে প্রতিহত করার জন্য রাজ পথে সক্রিয়ভাবে অবস্থান নেয়। গত ৪ আগষ্ট সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে নির্যাতন চালান ঐ নেতা। এতে নেপথ্যে সহায়তা করেছেন ঐ নেতার স্ত্রী উপজেলা কৃষি কর্মকর্তা।

ঐ স্বেচ্ছাসেবক লীগ নেতার এমন কর্মকান্ডের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী রাজিউর রহমান, আতিউর রহমান হাসু ও মাসুম বিল্লাহ জানান, ঐ কৃষি কর্মকর্তার বদলি সহ শাস্তি দাবী করে এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালকের কাছে আবেদন করেছেন।

অভিযোগ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম জানান, তিনি ঐ ধরণের কোন কর্মকান্ডের সাথে জড়িত নন। তাছাড়া স্বামীর কর্মকান্ডের জন্য স্ত্রীকে দায়ী করা যায় না।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!