AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ছাত্রজনতার হত্যাকারীদের গ্রেফতারের দাবি

শ্রীমঙ্গলে বিএনপি‍‍`র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত



শ্রীমঙ্গলে বিএনপি‍‍`র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতার হত্যাকারীদের গ্রেফতারের দাবি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বরের সামনে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ও  বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি পালন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির একাংশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহরের হবিগঞ্জ রোডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় উপবেলা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!