বৃক্ষ গবেষনা, সংরক্ষন ও উদ্ভাবন বিভাগ হতে প্রথম স্থান অধিকারী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর প্রজাপতি পার্কের স্বত্বাধিকারী হাসমত আলীকে সংবর্ধনা দিয়েছে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
সোমবার (১৫ জুলাই) বিকালে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দের আয়োজনে মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সভাপতিত্বে সংবর্ধিত অতিথি দৌলতপুর প্রজাপতি পার্কের স্বত্বাধিকারী হাসমত আলীকে ক্রেষ্ট দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এনএম মিজানুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক আবুল হোসেন।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

