ফকিরহাট উপজেলার (জেলা-বাগেরহাট, বিভাগ-খুলনা) বিশিষ্টব্যক্তিবর্গ
১. খান এ সবুর, প্রাক্তন মন্ত্রী।
২. শরীফ খান: লেখক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত।
৩. ড. নীলিমা ইব্রাহিম, প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাহিত্যিক।
৪. গোলাম আলী ফকির, প্রাক্তন উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়।
৫. কাজী আজহার আলী, প্রাক্তন সচিব, শিক্ষানুরাগী এশিয়া উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক এবং উপাচার্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়।
৬. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার।
খান এ সবুর ১০ অক্টোবর ১৯০৮ সালে ফকিরহাটে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম লিগ নেতা ও পাকিস্তান আমলে আইউব খান সরকারের মন্ত্রী ছিলেন। তিনি আইনজীবী ও রাজনীতিদি। স্বাধীনতা যুদ্ধে তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন।
ড. নীলিমা ইবরাহিমের জন্ম ১১ অক্টোবর ১৯২১, মূলঘর, ফকিরহাটে (বাগেরহাট)
১৮ জুন ২০০২ (বয়স ৮০) তিনি মারা যান। শিক্ষা পিএইচডি (বাংলা ভাষা ও সাহিত্য), পেশা-লেখিকা, শিক্ষাবিদ।
গ্রন্থনা : শাহ আলম ডাকুয়া
আপনার মতামত লিখুন :