AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবার মা‌ঝে ভিজিএফ’র  চাল বিতরণ


ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবার মা‌ঝে ভিজিএফ’র  চাল বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ হতদরিদ্র অসহায় প‌রিবার‌দের  মা‌ঝে দেওয়া হ‌চ্ছে ভিজিএফ এর চাল।

বুধবার (১২ জুন ২০২৪) সকালে পৌরসভা চত্বরে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ভিজিএফ এর এ চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস ,ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম মিলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ , পৌর কাউন্সিলরগন, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।ভিজিএফের এ চাল সবাইকে ধনবাড়ী পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আপনা‌দের দেওয়া হ‌চ্ছে  । 

ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন জানান, ভিজিএফের চাল ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৮৪৪৩ জন ও  পৌর সভায় ৩ হাজার ৮১ জনকে  ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

মোছাঃ সা‌লেহা বেগম  বলেন, খুবই দুশ্চিন্তায় ছিলাম, ঈদে কি খাবো বাচ্চাদের‌কে নিয়ে কদিন পরে ঈদ।  পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দুর হলো। খুবই খুশি হয়েছি।

আরেক দিনমজুর মোঃ জ‌মির আলী বলেন, গত কয়েকদিন ধরে তেমন কাম কাজ নাই। ঘরে খাবার নাই। পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আজ চাল পেয়ে ভালো লাগলো।

বিনামূল্যে ভিজিএফ এর চাল উপহার হিসেবে পেয়ে ধনবাড়ী উপ‌জেলার অসহায় সকল মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!