AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদিকে গুলি করা হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২১ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

হাদিকে গুলি করা হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, হামলার সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময় গ্রেপ্তার অভিযান সফল হতে পারে বলে জানান তিনি।

এদিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গুরুতর আহত শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির ডান দিক দিয়ে গুলি প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। এছাড়া গুলির কিছু অংশ তার মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!