AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতাল

ভবনের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৫:৫২ পিএম, ৪ মে, ২০২৪
ভবনের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলার দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে ১০ তলায় পড়ে এক রোগী মারা গেছেন। শুক্রবার (৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই রোগির নাম জিল্লুর রহমান (৭০)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। জিল্লুর রহমান ওই হাসপাতালের ১২তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যবিসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, রাতে ১২ তলায় দেয়ালের পাশে দাঁড়িয়ে জিল্লুর রহমান ধূমপান করছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে দেয়ালের পাশের ফাঁকা জায়গা দিয়ে ১০ তলায় পড়ে যান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, দেয়ালের পাশের জায়গাটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনা ঘটতো না। এক্ষেত্রে হাসপতালে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, দেয়ালের পাশের ফাঁকা স্থানটির বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিউল করিম রাফি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/য.টি/সা.আ

Link copied!