AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ী উপজেলার ক্লান্তিহীন ছুটে চলা ইউএনও মোস্তাফিজুর রহমান


ধনবাড়ী উপজেলার ক্লান্তিহীন ছুটে চলা ইউএনও মোস্তাফিজুর রহমান

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ক্লান্তিহীন ছুটে চলা এক মানবিক ইউএনও মোস্তাফিজুর রহমান। তিনি যোগদানের পরপরই নানামুখী কর্মসুচি হাতে নেন তিনি  তা বাস্তবায়নও করে চলেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতিমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একদিন কঠিন কাজেও সফলতা অর্জন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে তার কর্মকান্ডে এমন প্রমাণ মিলেছে। যে কারণে জনগণ আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে খুঁজে নিয়েছেন কর্মঠ এই ইউএনওকে। উপজেলা পরিষদের সকল দপ্তরে দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন তিনি। ধনবাড়ী উপজেলাকে একটি আধুনিক জনপদ গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে ইউএনও মোস্তাফিজুর রহমান ।

তার সততা ও কর্মদক্ষতায় ক্রমান্বয়ে বদলে যাচ্ছে উপজেলা প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে  দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান । দাপ্তরিক কাজের বাইরে ইউএনও মোস্তাফিজুর রহমান  সকাল-বিকাল ছুটে বেড়ান ধনবাড়ী উপজেলার  বিভিন্ন প্রান্তে। কথা বলেন সব শ্রেণির মানুষের সঙ্গে। শোনেন তাদের দুঃখ-কষ্টের কথা। নিয়মিত খোঁজখবর নেন সমাজের অবহেলিত গরিব-দুঃখী মানুষের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবীবুর রহমান সুমন  জানান, বর্তমান সরকারের দেওয়া উপহার ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করা রাস্তাঘাট নির্মাণ স্কুল মাদ্রাসা অবকাঠামোর উন্নয়নে খুব দ্রুত প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করা হচ্ছে । 

ধনবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান  জানান, আমি ধনবাড়ী উপজেলায়  নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর থেকে নিজেকে দুর্নীতি মুক্ত রেখে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশ মোতাবেক সঠিক নিয়মে কাজ করে যাচ্ছি। আমার কোন অফিসে সেবা নিতে সরকারি ফি’র বাহিরে একটি টাকাও লাগে না। কেউ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। যদি কোন অফিসের কেউ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে সেটি আমাকে সরাসরি জানাবেন। সরকার আমাকে পাঠিয়েছে জনগনের সেবা দিতে। তারই লক্ষে আমি কাজ করছি। সুতরাং আপনাদের এলাকার মানুষের কল্যাণে কাজ করতে আমাকে সহযোগীতা করুন। 

তিনি আরো বলেন,  আপনাদের জন্য নির্বাহী অফিসারের দপ্তর উন্মুক্ত। অফিস কক্ষে অনুমতি ছাড়াই প্রবেশ করে সমস্যার কথা জানাতে পারবেন।

একুশে সংবাদ/এস কে   

Link copied!