ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলকারী বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
এসময় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া।
চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন কাপ পিরিচ, মো: শরীফুল হক দোয়াত কলম ও এডভোকেট সারোয়ার মোল্লা লাঙ্গল প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লাহ সরকার বই, এম এ কাইয়ুম উড়োজাহাজ ও এডভোকেট সাইফুল গাজী চশমা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার কলসী ও নাসিমা সুলতানা লাকী হাঁস প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, ৮ মে নরসিংদী ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ দুই উপজেলার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

