চট্টগ্রাম অভিযান চালিয়ে ২৫ টন চিনিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসব চিনি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২০ এপ্রিল) রাতে নগরীর চাক্তাই চালপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রি করার গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫০০ বস্তা চিনিসহ একটি লরি গাড়ি জব্দ করা হয়, যার ওজন ২৫ মেট্রিক টন। এ ঘটনায় বোরহান আলম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি দেশে এনে বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছেন। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

