AB Bank
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ী‌তে গণহত্যা দিবস উদযাপন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০২:৫৭ পিএম, ২৫ মার্চ, ২০২৪
রাজবাড়ী‌তে গণহত্যা দিবস উদযাপন

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে শহরের লোকশেড বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অপর্ণ শেষে ১৯৭১ সালে ২৫ মার্চের রাতে গণহত্যায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় একই স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার, সিলিভ সার্জনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে দলীয়, জাতীয়, কালো পতাকা উত্তোলন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‍্যালি ও রেলগেটে শহীদ স্মৃতি চত্ত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

একুশে সংবাদ/জ.ই.জে/সা.আ


 

Link copied!