হাটহাজারীতে নাসকতাকারীরা ভোট বানচাল করার উদ্দেশ্যে একটি ভোট কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারী) পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ মিরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে নিয়ে ওই ভোট কেন্দ্রে দেয়া তালাগুলো ভেঙে ফেলেন। প্রশাসনের পক্ষ থেকে তালা ভাঙ্গার পর সাড়ে ৬ টার দিকে উক্ত ভোট কেন্দ্রের পাশে ৭-৮ টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানা যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউজ্জামান এ প্রতিবেদক কে রাত ৮ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তালা খুলে দিয়ে আসার পর বোমা বিস্ফোরণ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পায়নি। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ওটি বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের অধ্যষুত এলাকা। তাই ভোটারদের মাঝে আতংক ছড়ানোর জন্যই ফটকাবাজী ফাটিয়ে দেয় তারা। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কোন কিছু পায়নি। এরপরও ওখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

