মানিকগঞ্জে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে উড়ানোর জন্য বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানির জায়গায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কবির হোসেন (২৩) নামের অপর এক বেলুন বিক্রেতা।
নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন।
ওসি হাবিল হোসেন জানান, ভোর চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় বেলুন বিক্রেতা আনোয়ার বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা