ফরিদপুর ১ আসনের সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন।
সোমবার (২০.১১.২৩) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
শাহ্ মোহাম্মদ আবু জাফর ২০০৩ সালে জাতীয় পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দেন। পরে তিনি ২০০৫ সালে ফরিদপুর-১ আসনের (মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী) উপ-নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন।
এর আগে শাহ মোহাম্মদ আবু জাফর প্রথমে বাকশালে যোগ দেন। পরে ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ১৯৮৬ সালে ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শাহ মোহাম্মদ আবু জাফর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন।
এক প্রতিক্রিয়ায় শাহ্ মো. আবু জাফর জানান, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন করতেই বিএনপি ছেড়ে বিএনএম-এ যোগ দিয়েছেন। গত চার-পাঁচ দিনের সিদ্ধান্তে তিনি দলটিতে যোগ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। হামলা-মামলার শিকার হয়ে তাঁর অনুসারী বিএনপির চার-পাঁচশ লোক পালিয়ে বেড়াচ্ছে। অনেক নেতাকর্মী কারারুদ্ধ হয়েছেন। তাদের বাঁচাতে এই মুহূর্তে বিএনএম-এ যোগদান ছাড়া তাঁর আর কোনো বিকল্প ছিল না।
একুশে সংবাদ/বিএইচ