জয়পুরহাটে সদর উপজেলার একটি সড়কের পাশে পড়েছিল আনোয়ারা বেগম (৪০) নামে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকাল আটটায় উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেনের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।
নিহত আনোয়ারা বেগম জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল গ্রামের আজগর আলীর মেয়ে বলে জানা গেছে। সে স্বামী পরিত্যক্ত নারী ও ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি সড়কের পাশে একটি পরিত্যক্ত নারী ওড়না দিয়ে ঢেকে রাখা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একজোড়া জুতা পড়ে ছিল। স্থানীয় লোকজন ৯৯৯ কল করে ঘটনাটি জয়পুরহাট থানা পুলিশকে জানায়। সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সড়কের পাশে এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে অন্য কোথায় মেরে ফেলে দিয়ে এই সড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

