AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গন্ডা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



গন্ডা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী গন্ডা ডিগ্রি কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৮ অক্টোবর ) বেলা ১১.০০ ঘটিকায় কলেজ হলরুমে অধ্যক্ষ গোলাম কিবরিয়া স্যারের সভাপতিত্বে এবং ইংরেজি বিষয়ের সহ-অধ্যাপক শর্মিষ্ঠা তালুকদার ও জীব বিজ্ঞানের প্রভাষক আশরাফুল হক গোলাপ এর সঞ্চালনায় প্রথমেই ১ম বর্ষের শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন শরীর চর্চা শিক্ষক শাহজাহান কবির, ,প্রভাষক তাজুল আহমেদ,ইনজামামুল হক, রুহুল আমিন,মাহাবুব আলম,আবু হারেস,আশরাফুল হক গোলাপ,আব্দুর রহমান, সহ. অধ্যাপক শর্মিষ্ঠা তালুকদার, সহকারী অধ্যাপক আবু ইউসুফ খান,মোশাররফ হোসেন সহ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ।

 

সভাপতি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া স্যার তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তোমরা একদিন এ দেশের নের্তৃত্ব দিবে, তোমরাই একদিন সোনার বাংলা গড়ে তুলবে। তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য তোমাদের সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।

 

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক মন্ডলি,গভর্নিং বডির সদস্যবৃন্দ,কর্মচারীবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

 

আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা সুলতান মাহমুদ।

 

একুশে সনবাদ/আ.গ.প্র/জাহা

Link copied!