রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় পলিথিনের মধ্যে রংতা কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় লাল সুতা দিয়ে বেধে পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহন করার সময় মো. রাবেল শেখ ওরফে রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মো. রাবেল শেখ ওরফে রাসেল বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকশ দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটা এলাকার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মো.রাবেল শেখ ওরফে রাসেলকে আটক করে তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে এসময় তার এলোমেলো কথাবার্তায় পুলিশ সদস্যদের আরও সন্দেহ হয়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। যা স্থানীয় পর্যায়ে একটি বিরল ঘটনা। পরে এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০৬, তারিখ ০৬-১০-২০২৩ খ্রি.ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ) রুজু করে শনিবার দুপুরেরই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২ টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা