ব্রাহ্মণবাড়িয়া সরাইলে "সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাব" প্রতি পাদ্য সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নওসাদ মাহমুদ, উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ সুমন মিয়া । সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তির পদ্ধতি এবং সেবার ধরন সম্বলিত পোস্টার/ ফেস্টুন অনুষ্ঠান স্থলে দপ্তরভিত্তিক আলাদাভাবে প্রদর্শন করা হয়।
একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা