AB Bank
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাকে নির্যাতন করায় বাবাকে হত্যা


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৫৫ পিএম, ৯ জুলাই, ২০২৩
মাকে নির্যাতন করায় বাবাকে হত্যা

মাকে মারধর ও নির্যাতন করার কারণে ক্ষুদ্ধ ছেলের ছুরিকাঘাতে আহত তোফাজ্জল হোসেন মন্ডল (৫১) নামের এক ব্যক্তি মারা গেছেন।

 

রোববার (৯ জুলাই) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এর আগে, গত শুক্রবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

 

অভিযুক্ত বাবু নিহত তোফাজ্জেলের মেজো ছেলে। নিহত তোফাজ্জেল হোসেন মন্ডল একই গ্রামের বাসিন্দা ও ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।

 

নিহতের ভাতিজা মামুনুর রশিদ জানান, গত শুক্রবার রাতে তোফাজ্জল হোসেনের সঙ্গে তার প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সাংসারিক বিষয়ে বিবাদ হয়। একপর্যায়ে তোফাজ্জল তার স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় বাড়িতে ছিলেন তোফাজ্জলের মেজো ছেলে বাবু। মাকে মারধর করার বিষয়টি দেখে সহ্য করতে পারেননি তিনি। পরে ঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার পেটে ঢুকিয়ে দেন তিনি। এতে তোফাজ্জল গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তোফাজ্জেলকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজ সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

 

একুশে সংবাদ/ম.দ.প্র/জাহা

Link copied!