দিনাজপুরের বিরামপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানামূলে, জুয়াড়ী ও মাদক সেবিসহ ১৭ জন গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ও শুক্রবার ভোরে উপজেলার ভগবতীপুর, ইসলামপাড়া, কাটলা, মির্জাপুর খয়েরবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মাদক সেবনের দায়ে ১ জনকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন।
ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত হলেন, পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মৃত শাহাদ আলীর ছেলে মোঃ শামীম।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার সকালে গ্রেফতার আসামীদের দিনাজপুর আদালতে প্রেরণ এবং ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

