পঞ্চগড়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান করতোয়া সোলার লিমিটেডের বিরুদ্ধে স্থানীয় অসহায় দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীরা মানববন্ধন করেছে। শনিবার দুপুরে দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন রেজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল রানা, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল সুমন, স্থানীয় বাসিন্দা আঞ্জনা আক্তার, নুরুজ্জামান এবং অন্যান্য ভুক্তভোগিরা।
বক্তারা জানান, ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট শাসনের সহযোগী স্বজনদের অপ্রকাশ্য অর্থে করতোয়া সোলার লিমিটেড প্রতিষ্ঠার জন্য এই এলাকায় জমি ক্রয় করা হয়। জমি ক্রয়ের সময় স্থানীয় দরিদ্র কৃষক ও মেহনতি মানুষদের বিরুদ্ধে হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গণঅভ্যুত্থানের পরও তাদের দৌরাত্ম থেমে না—বক্তাদের বক্তব্য অনুযায়ী এবারও শেখগাছ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বাংলাচন্ডী ও ভুট্টুজোত এলাকার অসহায় মানুষদের নামে মিথ্যা মামলা করে হয়রানি শুরু করা হয়েছে এবং নিয়মিত হুমকি-ধামকি দেয়া হচ্ছে।
মানববন্ধনে তারা দাবি করেন, অবিলম্বে ভুক্তভোগী দরিদ্র মানুষের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

