জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব রিফাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহসভাপতি একে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান এবং সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বি।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

