ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি এমরানুল ইসলান বলেন, শামীম মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

