ঢাকা শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,দিনাজপুর
১১:৩৭ এএম, ৭ ডিসেম্বর, ২০২২
বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন।

 

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত দুইজন স্বামী-স্ত্রী কিনা জানা যায়নি।

 

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম।

 

স্থানীয়রা জানায়, সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি রংপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি আরো বলেন, নিহত দুইজন স্বামী-স্ত্রী কিনা জানা যায়নি। তাদের কাছ থেকে এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ম.মো.প্রতি/পলাশ