AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা: আসিফ নজরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩০ এএম, ১৪ অক্টোবর, ২০২৫

অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা: আসিফ নজরুল

হয়রানি নিরসনে এখন থেকে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, বুধবার (১৫ অক্টোবর) থেকে আদালত থেকে জামিন পাওয়ার পর এক ক্লিকেই সেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেগুলোর অনেকগুলোতেই অর্থ ব্যয় ও হয়রানির শিকার হতে হয়। এই ভোগান্তি কমাতে অনলাইন প্রক্রিয়া চালু করা হচ্ছে। এখন থেকে আদালতের জামিনের আদেশ অনলাইনে পাঠানো হলে, এক ক্লিকেই তা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি—একদম নিজেদের উদ্যোগে, কোনো সহযোগিতা ছাড়াই।”

এ সময় তিনি জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই গঠিত হবে। পাশাপাশি বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/ আ.ট/সাএ

 

Link copied!