AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে একশো টাকায় হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিলেন রোগীরা


Ekushey Sangbad
শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি
০৬:৫৪ পিএম, ২৫ নভেম্বর, ২০২২

শ্রীমঙ্গলে একশো টাকায় হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিলেন রোগীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১’শ টাকা ফি দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেছেন শতাধিক হার্টের রোগীরা।

 

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে আয়োজিত হার্ট ক্যাম্পেনেই এ সুবিধা নেন রোগিরা।

 

এর আগে সকালে এ হার্ট ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

 

ক্যাম্পেইনে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক স্পেশালিস্ট ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ আলী ভূইয়া জয় ও অবসর প্রাপ্ত পরিচালক ডা: দিনেশ সুত্রধর।

 

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, সদস্য ডা: প্রদীপ লাল বনিক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ডা. মামুন আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 

জালাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান জুয়েল এর অর্থায়নে দিনব্যাপী এ হার্ট ক্যাম্পে ৯৬ জন রোগীকে ১শ টাকার বিনিময়ে ইসিজি, ডায়বেটিস পরীক্ষা ও হৃদরোগ বিশেষজ্ঞরা ব্যবস্থাপত্র দেন।

 

প্রসঙ্গত, হার্ট রোগীদের সল্পমূল্যে চিকিৎসা সেবার প্রত্যয়ে শ্রীমঙ্গলে গঠিত হার্ট ফাউন্ডেশনের শাখার মাধ্যমে শ্রীমঙ্গলে প্রতিমাসে একটি করে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.বি.মু.প্রতি/পলাশ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!