AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইনজীবী হত্যার জেরে ১৩ কোটি টাকা লুঠপাট- ভাংচুরের অভিযোগে সেনা ও পুলিশ সদস্যসহ ৫৪ জনের নামে মামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নেত্রকোণা
০৬:১৩ পিএম, ১২ আগস্ট, ২০২২
আইনজীবী হত্যার জেরে ১৩ কোটি টাকা লুঠপাট- ভাংচুরের অভিযোগে সেনা ও পুলিশ সদস্যসহ ৫৪ জনের নামে মামলা

 

নেত্রকোনার মদনে শিক্ষানবিশ আইনজীবী হত্যার জেরে১৩ কোটি টাকার ভাংচুর ও লুঠপাটের অভিযোগে মামলা দায়ের করেছে প্রতিপক্ষ। 


বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে সানারুল হক চৌধুরী বাদী হয়ে মদন থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। এতে সেনা সদস্য কিরণ চৌধুরী ও পুলিশ সদস্য মানিক মিয়া সহ ৫৪ জনকে আসামি করা হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুখ মিয়া ও একই গ্রামের ইমদাদুল হক চৌধুরীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৭ জুলাই উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। দুপুরে শিক্ষানবিশ আইনজীবী হাফিজুল হক তাদের বাড়ির সামনে গেলে ফারুখ মেম্বারের লোকজন অতর্কিত হামলা চালায়। ঘটনা স্থলেই আইনজীবীর মৃত্যু হয়। 


এ ঘটনায় ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন ইমদাদুল হক। এরই জেরে ফারুখ মিয়ার লোকজনের বাড়ি-ঘর ভাংচুর করা হয়। 


মামলার বিবরণী থেকে জানা যায়, ফারুখ মিয়ার লোকজনের ৭৯ টি গরু, প্রায় ৩ হাজার মণ ধান, ১ শত মণ চাল, ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, হাঁস-মুরগি, কৃষি যন্ত্রপাতি ও আসবাব পত্র লুঠ করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১৩ কোটি চার হাজার টাকা। এছাড়াও অধিকাংশ ঘর-বাড়ি নিশ্চিহ্ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে  সামারুল হক চৌধুরী বাদী হয়ে নিহত শিক্ষানবিশ আইনজীবী হাফিজুল হক চৌধুরীর বাবা ইমদাদুল হক চৌধুরীকে প্রধান আসামি করে লুঠপাট ও ভাংচুর মামলা দায়ের করেছেন।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,  হাফিজুল হক হত্যাকান্ডের জেরে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুঠপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। পাশাপাশি আসামি ধরার চেষ্টা চলছে।


একুশে সংবাদ.কম/স.খ.জা.হা
 

Link copied!