বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ পলাশ আসনের সাবেক এমপি ড. আবদুল মঈন খান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
মঙ্গলবার (১৭ মে) সন্ধা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এভাকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে রবিবার (১৫ মে) বিকেল পৌনে ৫টার দিকে ড. আব্দুল মঈন খান অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কিছুক্ষণ পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের জিন্দাপার্কে ছাত্রদল-যুবদল কর্মীদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান। সেখানে তিনি দীর্ঘ সময় বক্তব্য দেন। এসময় প্রচন্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আনা হয়।
একুশে সংবাদকম/স.হ.জা.হা
আপনার মতামত লিখুন :