পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকার তালেবনগর আশ্রয়ণে কালাই সিকদারের ছেলে মোঃ শাহজাহান সিকদারের নির্যাতন ও হামলার ঘটনায় তার বোন জরিনা বেগম এলাকাছাড়া হয়েছেন বলে অভিযোগ করেছেন।
বিচারের আশায় বিভিন্ন জায়গায় ঘুরেও প্রতিকার না পেয়ে শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জরিনা বেগম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে শাহজাহান সিকদার ও তাঁর ছেলেরা একাধিকবার তাঁর ছেলেকে বিভিন্ন জায়গায় মারধর করেছেন। বাবার বরাদ্দকৃত তালেবনগর আবাসনের ঘর থেকে জরিনাকে তাড়াতে দীর্ঘদিন ধরে শাহজাহান পাঁয়তারা করলেও তারা ঘর ছাড়েননি। এ কারণেই নতুন করে হামলার শিকার হন তারা।
তিনি বলেন, গত বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে গলাচিপা খেয়াঘাট মোটরসাইকেল স্ট্যান্ড এলাকায় ভাই শাহজাহান সিকদার, তাঁর ছেলে রুবেল সিকদার ও সোহেল সিকদারসহ কয়েকজন মিলে আমাকে, আমার ছেলে ও স্বামী নয়ন হাওলাদারকে মারধর করেন। এতে আমার বাম হাত ভেঙে যায়। পাশাপাশি তারা আমার মোটরসাইকেল ও অটোরিকশা চালানো বন্ধ করে দেয়, যা আমাদের একমাত্র জীবিকার উৎস ছিল। ফলে পরিবার নিয়ে তিনদিন ধরে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি।
জরিনা বেগম আরও বলেন, বিষয়টি নিয়ে গলাচিপা থানায় গিয়েও কোনো আইনি সহায়তা পাইনি। বাধ্য হয়ে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, “সে যদি থানায় এসে মামলা দেয়, তাহলে অবশ্যই মামলা নেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে