AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে দুই শিশু নিহত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪২ পিএম, ৮ এপ্রিল, ২০২১
সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে দুই শিশু নিহত

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই শিশুর।বৃহস্পতিবার(৮ এপ্রিল) দুপুরে জেলা সদরের ভবানীগঞ্জ সড়কের ইটভাটির সামনে নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ইজিবাইক আরোহী শিশু হাবিবা আক্তার(১০) নিহত হয়েছে।পুলিশ জানায়,দিনাজপুর জেলার খানসামার মরিয়ম বাজার গ্রামের হবিবর রহমান তার মেয়ে হাবিবা সহ নীলফামারীর আত্বীয়ের বাড়িতে বেড়াতে আসে। তারা নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকটি ফেলে চালক পালিয়ে গেলে পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

 

অপর ঘটনাটি ঘটে জেলা সদরের কচুকাটা বাজারে। সেখানে পাওয়ার ট্রলির চাপায় লামিয়া আক্তার(৬)নামে এক শিশু নিহত হয়। গত বুধবার(৭ এপ্রিল) রাত ৯টার দিকে কচুকাটা বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেলার কিশোরীগঞ্জ উপজেলার বাগাগিলি ইউনিয়নের উত্তরদুরাকুটি গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

এলাকাবাসী জানান, শিশুটি তার মা সহ কচুকাটা বাজার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় নানার বাড়ির সামনের রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে শিশুটির মা একজনের সঙ্গে কথা বলছিলেন।শিশুটি দৌড় দিয়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাওয়ার চেস্টা করলে দ্রুতগতির একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।নীলফামারী থানার ওসি আবুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Link copied!