চট্টগ্রাম নগরীর নিউ মুরিং রোডে সেলুনে চুল কাটতে এসে চেয়ারে বসে অপেক্ষাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন মো. ফয়সাল (৩০)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড, নিউ মুরিং রোডের সাততলার মোড় এলাকায় অবস্থিত আজমির সেলুনে এ ঘটনা ঘটে। ফয়সালের এমন মৃত্যুতে নিউ মুরিং রোডের ব্যবসায়ী সমাজ, অসংখ্য পেশাজীবি ও শ্রমিক এবং এলাকাবাসী শোকে মুহ্যমান হয়ে পড়ে।
ফয়সাল বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাঁশখালা গ্রামের মাওলানা ছৈয়দ হোসেনের ছেলে। সে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গার্মেন্টসে চাকরি করতেন।
জানা গেছে, প্রতিদিনের মতো তিনি কর্মস্থলে গিয়েছিলেন। ছুটি শেষে রাতে স্থানীয় সেলুনে চুল কাটাতে এসে কাস্টমারের সিরিয়াল নিয়ে সেলুনের একটি খালি চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চেয়ারে ঢলে পড়েন। সেলুনের কর্মচারী ও কাস্টমাররা তাকে দ্রুত তোলার চেষ্টা করলেও তখন তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফয়সালের পিতা (বেপজা জামে মসজিদের পেশ ইমাম), বন্ধু-বান্ধব এবং ফ্যাক্টরীর সহকর্মীরা এসে তার লাশ বাঁশখালীর গ্রামের বাড়িতে নিয়ে যান।
আজ (১৪ নভেম্বর) সকাল ১১টায় বাঁশখালীর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

