AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যোগদানের এক মাসের মাথায় ফের চট্টগ্রামের ডিসি বদলি


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
১০:১৮ এএম, ১৪ নভেম্বর, ২০২৫

যোগদানের এক মাসের মাথায় ফের চট্টগ্রামের ডিসি বদলি

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় আবারও বদলি হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নতুন করে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। পরবর্তীতে ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেন। তবে দায়িত্ব নেওয়ার এক মাস না যেতেই আবারও তার পদে পরিবর্তন আনা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন আদেশ অনুযায়ী মো. সাইফুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেবেন।

নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একের পর এক রদবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে ডিসি পর্যায়ে বেশ কয়েক দফায় পরিবর্তন এনেছে সরকার, যা প্রশাসনিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

 


একুশে সংবাদ//এ.জে

Link copied!