দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় আবারও বদলি হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নতুন করে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। পরবর্তীতে ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেন। তবে দায়িত্ব নেওয়ার এক মাস না যেতেই আবারও তার পদে পরিবর্তন আনা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন আদেশ অনুযায়ী মো. সাইফুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেবেন।
নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একের পর এক রদবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে ডিসি পর্যায়ে বেশ কয়েক দফায় পরিবর্তন এনেছে সরকার, যা প্রশাসনিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

