AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ বাবলা নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:২১ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ বাবলা নিহত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার ঘটনায় সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

এর আগে বিকেলে চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বর্তমানে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নির্বাচনী প্রচারণার সময় দুইজন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিতে গুলি চালায়। এ সময় সরওয়ার বাবলার বুকে কাছ থেকে একাধিক গুলি করা হয়। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির আঘাতে প্রার্থী এরশাদ উল্লাহর পায়েও আঘাত লাগে।

ডিসি আমিরুল ইসলাম বলেন, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ গ্রুপ’-এর সঙ্গে সরওয়ার বাবলার পুরনো বিরোধের জেরেই এ হামলা হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা; তবে গুলির আঘাতে প্রার্থীও আহত হন।

এর আগে চলতি বছরের ৩০ মার্চ ভোরে চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে বাবলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সে ঘটনায় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুইজন নিহত হন, তবে কৌশলে পালিয়ে প্রাণে রক্ষা পান বাবলা।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযানে নেমেছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!