AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে বাবলা হত্যা ও গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৬


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৩:০০ পিএম, ৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে বাবলা হত্যা ও গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণের ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে এবং গোলাগুলির আরও দুটি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন ও মো. হেলালকে বাবলা হত্যা মামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দায়েরের পর থেকেই আসামিদের ধরতে র‌্যাব তৎপরতা চালিয়ে আসছিল।

এ ছাড়া রাউজান ও চালিতাতলী এলাকায় সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় জড়িত চারজনকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইশতিয়াক চৌধুরী অভি, যিনি রাউজানের গোলাগুলির মামলার অন্যতম আসামি।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “বাবলা হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাউজান ও চালিতাতলীর গোলাগুলির ঘটনায় আরও চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না।”

গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর হামজারবাগ এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা। একই রাতে রাউজানের বাগোয়ান এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরদিন বৃহস্পতিবার (৬ নভেম্বর) নগরীর চালিতাতলীতে এক প্রতিবন্ধী অটোরিকশাচালককেও গুলি করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!