AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে খাসিদের ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৭:২২ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

কমলগঞ্জে খাসিদের ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ১২৬তম বর্ষ বিদায় ও ১২৭তম বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দেশী-বিদেশী পর্যটকরাও অংশ নেন। বর্ষপুঞ্জি অনুযায়ী খাসিয়া জনগোষ্ঠী ১২৬তম বর্ষকে বিদায় এবং ১২৭তম বর্ষকে বরণ করেন।

ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষবিদায় ‘খাসি সেঙ কুটস্যাম’ পালন করা হলেও, বিভিন্ন কারণে এবছর কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠানটি ২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। সিলেট অঞ্চলের প্রায় অর্ধশত খাসিয়া পুঞ্জির প্রতিনিধিরাও এ উৎসবে অংশ নেন। আয়োজক কমিটি সকল পুঞ্জি প্রধানকে পাগড়ি পড়িয়ে সম্মাননা প্রদান এবং অতিথিদের উত্তরীয় প্রদান করে।

মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে নারিকেল পাতার ছাউনী দ্বারা তৈরি মঞ্চে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী, এনসিপি (যুগ্ম সদস্য সচিব) শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের প্রার্থী প্রীতম দাশ প্রমুখ।

বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে খাসিয়ারা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান পরিবেশন করেন। তারা জুম চাষসহ জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন। সেং কুটস্নেম উৎসবের দিনব্যাপী মাছ শিকার, ঐতিহ্যগত খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনাসহ খাসিয়া ঐতিহ্যবাহী খাবার খেয়ে অংশগ্রহণকারীরা সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হন।

উৎসব উপলক্ষে মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে একটি ঐতিহ্যগত মেলা বসে, যেখানে খাসিয়া জনগোষ্ঠী তাদের বাহারি পণ্য, ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুক এবং বাঁশ-বেতের জিনিসপত্র প্রদর্শন করেন। এতে তরুণ প্রজন্মসহ দেশি-বিদেশী পর্যটকরা খাসিয়াদের ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে পরিচিত হন।

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিসন প্রধান সুচিয়াং বলেন, “সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের অধিকার বাস্তবায়নের পাশাপাশি খাসিয়া জনগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দেওয়াই আমাদের প্রত্যাশা। এই লক্ষ্যেই ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব পালিত হয়।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!