AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত



সাদুল্লাপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জালিয়াতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন উপসচিব মো. নুরে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে অন্যের কাছে হস্তান্তর করে আইনবহির্ভূত কার্যক্রমে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যব্যবস্থা (BDRIS) সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যা প্রশাসনিকভাবে বেআইনি ও জনস্বার্থবিরোধী।

ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সাদুল্লাপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাউদ্দিন বলেন, “চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অভিযোগ ওঠার পর থেকেই আমি ওই ইউনিয়নের নিবন্ধকের দায়িত্ব পালন করে আসছি।”

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, “দামোদরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে তার সাময়িক বরখাস্তের বিষয়ে এখনও কোনো চিঠিপত্র পাইনি।”

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!