AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ সম্পন্ন



বাঘাইছড়িতে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ সম্পন্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো উফশী ফসলের আবাদ বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের মিনি কনফারেন্স কক্ষে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার নুর আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার প্রতিনিধি এসআই রাকিবুল ইসলাম, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা দ্বিজেন্দ্রলাল নাথ।

আলোচনা সভা শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!