রাজধানীর তিনটি এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া কারওয়ান বাজার মোড় এবং শান্তিনগরেও একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
টিএসসিতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, সেখানে ‘গুম’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন চলাকালে হঠাৎ দুটি বিকট শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, বিস্ফোরকগুলো সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে নিক্ষেপ করা হয়।
পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চলছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

