নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারী আক্তার বানু বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলাম মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলামের বড় ভাই আজিজুল ইসলাম, ভাবি জোৎস্না ও ভাতিজা আইনাল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন আশরাফুলের নাতনি খেলার ছলে বাড়ির বাইরে গেলে বিষয়টি নিয়ে আক্তার বানু ও তার পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আজিজুল ইসলাম পূর্বের বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে স্বজনদের সঙ্গে নিয়ে বাঁশের লাঠি দিয়ে আক্তার বানুর ওপর হামলা চালান। এতে তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর অভিযুক্ত আজিজুল ইসলাম আহত পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আজিজুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান আশেকীন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

