নারায়ণগঞ্জের আদালতপাড়ায় বিচারপ্রার্থী সহ তার পরিবারের সদস্যদের উপর মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীদের বিরুদ্ধে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।যা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে নারায়ণগঞ্জ সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়।
এই ঘটনায় ইসদাইরের রাজিয়া সুলতানা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক, এড: সাখাওয়াত হোসেন সহ ইসমাইল,হিরণ,শাহ্ আলম ,টিটু, রাসেল বেপারী সহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এছাড়াও অভিযোগ সুত্রে জানা যায়, ইসমাইল এর কাছ থেকে বাদী ২৫লক্ষ টাকা পাওনা। ঐ টাকা নিয়ে দেনাদার তাল বাহানা করছিল।তাই ২৬ অক্টোবর বাদীর পরিবার আদালত পাড়ায় আসলে এড সাখাওয়াত হোসেন এর নির্দেশে তার সহযোগীরা
বাদীনি সহ স্বামী ইরফান মিয়া ছেলে জিদান ও আব্দুল্লাহ্ উপর হামলা চালায়।
ভিডিও ফুটেজ দেখায়, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি`র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম এর একনিষ্ঠ এড আল আমিন, খোরশেদ, বিল্লাল সহ বেশ কয়েকজন হামলা করে।
এই বিষয়ে এড সাখাওয়াত হোসেন বলেন, আমার প্রতিপক্ষ চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।এই বিষয়ে আমি জানি না। যাঁরা অভিযোগ করেছেন, অভিযোগ কারীকে আমি চিনি না। আমার সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র পিছুপরে লেগেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

