প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর)বিকেল ৩টার দিকে এমআরটি লাইন–৬-এর একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হলে পুরো রুটে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে যাত্রীসুবিধার কথা বিবেচনা করে বিকেল ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়।
সূত্রটি আরও জানায়, আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজ চলছে।
দুর্ঘটনায় নিহত পথচারীর নাম আবুল কালাম (৩৮)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে, যার পর থেকেই নিরাপত্তার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

