AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ এক পরিবার, হাসপাতালে ভর্তি চারজন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৫ এএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ এক পরিবার, হাসপাতালে ভর্তি চারজন

রাজধানীর যাত্রাবাড়ীতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি ভবনের সপ্তম তলায়।

দগ্ধরা হলেন—তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, শুক্রবার রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ এসি বিস্ফোরিত হয়। মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এতে চারজনই দগ্ধ হন।

তিনি আরও বলেন, আশপাশের ভাড়াটিয়ারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে রাতেই তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করান।

একুশে সংবাদ // র.ন

Link copied!