AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর সাতরাস্তা মোড়ে যান চলাচল স্বাভাবিক, আন্দোলন অব্যাহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর সাতরাস্তা মোড়ে যান চলাচল স্বাভাবিক, আন্দোলন অব্যাহত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবরোধ তুলে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে দুপুর পৌনে ২টার দিকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং ন্যায্য দাবি আদায়ই তাদের মূল লক্ষ্য। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—

  • হাইকোর্টে বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা।

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা।

  • ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করা।

  • ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ।

  • কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি খাতের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা।

  • শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

শিক্ষার্থীরা আরও জানান, তাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে এবং দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে না।

 


একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!