বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি এবং প্রকৌশলীদের দাবিতে টানা পাঁচ ঘণ্টার অবরোধ শেষে শাহবাগ ছেড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে তারা অবরোধ তুলে নেন।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টা থেকে শাহবাগে নতুন কর্মসূচি হিসেবে “লং মার্চ টু ঢাকা” পালন করা হবে। এসময় দেশজুড়ে সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের প্রধান তিন দাবি হলো—
১। ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগে ন্যূনতম বিএসসি ডিগ্রি ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত বাধ্যতামূলক করা।
২। ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য সমানভাবে উন্মুক্ত করা।
৩। বিএসসি ডিগ্রি ছাড়া “প্রকৌশলী” উপাধি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নন-অ্যাক্রিডেটেড কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিই স্বীকৃতির আওতায় আনা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে