রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়।
গত সোমবার (২৫ আগস্ট) ভারতের ৯ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী। দলের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসএফের শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান।
বিজিবি জানায়, সম্মেলনে সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করছেন। আলোচনার বিষয়সমূহের মধ্যে রয়েছে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ।
এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য ভাগ নিশ্চিতকরণ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নেও যৌথ উদ্যোগ নেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের জন্যও পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দ্বিপাক্ষিক ও সীমান্ত সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচ্য হবে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিকতায় এবার চার দিনব্যাপী এ সম্মেলন ঢাকায় হচ্ছে এবং আগামী ২৮ আগস্ট শেষ হবে।
একুশে সংবাদ/জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

