AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৪ পিএম, ২১ আগস্ট, ২০২৫

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে সিটি কলেজের তিনজন ও ঢাকা কলেজের একজন রয়েছে।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউমার্কেট ও ধানমন্ডি থানার অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও নানা ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত চার দফা সংঘর্ষে বহু শিক্ষার্থী ও পথচারী আহত হন।

বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!